বাংলাদেশ এর রাজপথ কাপাতে Hafsa Mart নিয়ে আসতে যাচ্ছে KTM RC125.Hafsa Mart
বাংলাদেশের অন্যতম বড় বাইক ইম্পোর্টার।সম্প্রতি প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে রিলিজ হয়েছে KTM RC 125.
হালের সাথে তাল মেলাতে আমাদের দেশেও আসতে যাচ্ছে বাইকটি।
kTM বিশ্বের সেরা মোটরাসাইকেল নির্মাতাগুলোর একটি।বিশ্বের ৬ টি মোটরবাইক নির্মাতা যারা মোটোজিপিতে
অংশগ্রহণ করে তাদের মধ্যে KTM একটি।আমাদের দেশের বাইক লাভারদের কাছে KTM একটা ফ্যাসিনেশন এর নাম।
KTM RC125 বাইকটি মূলত KTM Duke 125 এর স্পোর্টস ভার্সন,যেখানে ডিউক হচ্ছে নেকেড ভার্সন।
চলুন এক নজরে বাইকটির কী স্পেশিফিকেশন গুলো দেখে নেয়া যাক-
Engine | |
---|---|
Engine type | 1-Cylinder 4 Stroke |
Max Power | 14HP @ 9500 RPM |
Max Torque | 11.8 Nm @ 8000 RPM |
Transmission | |
---|---|
Type | Manual |
Gears | 6-Speed |
Clutch | Wet Multi Disc Clutch |
Brakes and Others | |
---|---|
Front Brake Type | Disc, Four piston |
Rear Brake Type | Disc,Single Piston Floating Caliper |
Front Brake Type | 300 mm |
Rear Brake Type | 230 mm |
ABS | Single Channel ABS |
LED Used in- | Head Light, Tail Light, Indicators |
Handle Type | 3 step |
Seat Type | Split seat |
এছাড়াও বাইকের ফ্রন্টে রয়েছে USD সাসপেনশন আর রিয়ারে রয়েছে এডজাস্টেবল মনোশক সাসপেনশন।
বাইকটির ফুয়েল ক্যাপাসিটি ১০ লিটার,পেছনের চাকা ১৫০ সেকশনের এবং বাইকের ওজন ১৫৫ কেজি।
বাইকটি প্রচন্ড রকমের সুন্দর এবং আকর্ষণীয়।একটি রিয়েল স্পোর্টস বাইক লুক বলতে যা বোঝায় তার সবকিছুই রয়েছে বাইকটির মধ্যে।
বাইকটির দাম সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না,যেহেতু বাজেটে ইম্পোর্টেড বাইকের দাম
বাড়বে,তাই ধারণা করা হচ্ছে এর দাম পড়বে ৪২০,০০০ টাকার আশেপাশে।
বাইকটি দেশের বাজারে ঝড় তুলবে বলে আশা করা যায়।